সাড়ে ২৩ লাখ টাকা নিয়ে বিমানবন্দরে ধরা পড়া কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে দুদক কঙবাজার কার্যালয়ের উপ–পরিচালক মনিরুল ইসলাম জানান, সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে রোববার বিকালে দুদক কঙবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে
কঙবাজার থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলা রুজু করেন। এরপরপর সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছিল। তবে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১ জুলাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ সার্ভেয়ার আতিককে আটক করে আইন–শৃঙ্খলা বাহিনী। পরে তাকে কঙবাজারে ফেরত পাঠানো হলে জেলা প্রশাসন তাকে কঙবাজার সদর থানায় সোপর্দ করে। গত ২ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। সার্ভেয়ার আতিক বর্তমানে কঙবাজার জেলা কারাগারে রয়েছেন। এটিই কঙবাজার জেলা কার্যালয়ের প্রথম মামলা বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কঙবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ ওয়াসিম খানকে ৫ লাখ ৫৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছিল। একইদিন ওই এলাকায় সার্ভেয়ার মোহাম্মদ ফেরদৌসের বাসায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা এবং শহরের বাহারছড়া এলাকায় সার্ভেয়ার মোহাম্মদ ফরিদের বাসায় অভিযান চালিয়ে ৬১ লাখ ২০ হাজার টাকা জব্দ করেছিল।