কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার শহরের গোলদিঘি পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এহসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত সদর থানায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারনামীয় আসামী বলে জানান কঙবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আমিন নোমান।

তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর একটি দল কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে। তাকে থানায় হস্তান্তরের জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাকে বুঝে নেওয়ার পর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।ওসি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কঙবাজারের সমন্বয়করা জানান, কাউন্সিলর এহসান উল্লাহ আন্দোলন চলাকালে একাধিকবার শিক্ষার্থীদের উপর হামলায় সরাসরি অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি হামলায় অস্ত্র ও গোলাবারুদও যোগান দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধদেয়াং পাহাড় থেকে হাতি অপসারণের দাবি
পরবর্তী নিবন্ধসৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর বড় কন্যার ইন্তেকাল