কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যাব–১৫ কক্সবাজার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়ার মো. নুরু উদ্দিন (২৭), সদর উপজেলার বৌদ্ধখোলা এলাকার আবুল বাশার (৫১), খুরুলিয়া এলাকার বিপ্লব বড়ুয়া (৩০) ও মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার পলাশ (৪২)। তাদের মধ্যে নুরু উদ্দিনকে ২১ দিন, বাশার ও বিপ্লবকে ৭ দিন করে এবং পলাশকে ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব–১৫ কঙবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ম ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমপ্রতি পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। দালাল চক্রের সদস্যরা সহজ–সরল মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে এবং সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। পাসপোর্ট করতে আসা আবেদনকারী এবং চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে এই চক্রগুলো অবৈধভাবে অর্থ আদায় করে আসছে। এতে মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।












