কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের কমিটির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রীরা। রবিবার বিকেলে কলেজ সংস্কারের জন্য তারা একদফা দাবি তুলে ধরে। বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, কলেজ ভবনের গেটে তালা। কলেজের তালা–চাবিও ছাত্রীদের নিয়ন্ত্রণে। ভেতরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ শিক্ষকরা কলেজের ছাত্রদের সাথে সবসময় দুর্ব্যবহার করেন। আন্দোলনে নামলে কয়েকজন ছাত্রীর ওপর হামলা করা হয়। এতে কয়েকজন ছাত্রী আহত হয়। এই ঘটনার পর আরও উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। প্রায় ৪ ঘণ্টা আটকে রাখা হয় ৫ জন শিক্ষিকাকে। তারা হলেন, অশ্রুকণা দাস, জুলি খিয়ান, তামান্না, অসিমা ও ফারজানা কানিজ। তবে ছাত্রীরা জানায়, তারা নিজেদের আত্মরক্ষার জন্য সেখানে লুকিয়ে ছিলেন।