কক্সবাজার থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

জোয়ারের পানি আর পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছে কক্সবাজার জেলার দুই শতাধিক গ্রাম। বিশেষ করে ঈদগাঁও, চকরিয়াপেকুয়া ও রামুতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। যার ফলে বিভিন্ন অংশে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে আইকনিক রেল স্টেশন কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী। তিনি বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার ও চট্টগ্রামের রেল পথে বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। যার কারণে কক্সবাজার থেকে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ও বিশেষ ট্রেন চলাচল করে এ রুটে। সকালের ট্রেন যাবার পর থেকে পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই
পরবর্তী নিবন্ধআওয়ামী সন্ত্রাসীরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে