কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে অক্টোবরে

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

সামনের অক্টোবরেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। গতকাল রোববার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খবর বিডিনিউজের।

তিনি বলেন, ‘সিভিল অ্যাভিয়েশন হেড কোয়ার্টার থেকে একটি টিম নিয়ে এসেছি। আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য এই এয়ারপোর্টটি প্রস্তুত হবে।’

কাজের অগ্রগতির বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, এয়ারপোর্টটি আন্তর্জাতিককরণে সরকার এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার।

তিনি বলেন, এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে। কত শতাংশ কাজ শেষ হয়েছে বা কি কাজ বাকি আছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, হিসাবনিকাশে যাচ্ছি না। তবে এটা বলতে পারি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে ফ্লাইট চালু হতে পারে। তবে প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া বলেন, বিমানবন্দরের রানওয়ে নির্মাণের প্রকল্প মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এখন পর্যন্ত ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। রানওয়ের নিরাপত্তা, লাইটিং, ড্রেনেজ, আউটার সড়ক নির্মাণের কাজ বাকি আছে।

ইউনূস ভূঁইয়া বলেন, “র্মিনালের কাজ শেষ হওয়ার মেয়াদ রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সব মিলিয়ে ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে উন্নীত করার কাজ শুরু হয় ২০২১ সালে। এই প্রকল্পের আওতায় বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মূর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধরায় শুনে উত্তেজিত ক্যাডার রাজু আদালতে যা করলেন
পরবর্তী নিবন্ধউপদেষ্টা ফারুকীর ‘অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার’