কক্সবাজার ও খাগড়াছড়িতে বিএনপির ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

আগুন-ককটেল ফাটিয়ে সড়ক অবরোধ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল কক্সবাজার ও খাগড়াছড়িতে বিএনপির ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অবরোধের সমর্থনে বিভিন্নস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে পিকেটিং করতে দেখা গেছে সমর্থকদের।

কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৭টি মামলা হয়েছে। এসব মামলায় গত মঙ্গলবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে জেলাব্যাপী তিন ডজনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁও উপজেলার অন্তত ১৮ নেতাকর্মী রয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, দায়ের হওয়া মামলার এজাহাভূক্ত আসামি এবং সংঘটিত ঘটনার ছবি ও ভিডিও দেখে শনাক্ত হওয়াদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল পিকেটিং করার সময় বিএনপির ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। অবরোধের সমর্থনে শহরের মহাজন পাড়া, স্বনির্ভর, জিরোমাইল ছাড়াও দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া সদরের বিভিন্ন আন্তঃসড়কে গাছ ও বাঁশ ফেলে সড়কে ব্যারিকেড দেন অবরোধ সমর্থকরা। খাগড়াছড়িপানছড়িতে স্লোগান দিয়ে সড়কে আগুন, গাছের গুড়ি ফেলে ককটেল ফাটানো হয়। পরে পুলিশ, বিজিবি যৌথভাবে ঐসব এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে অবরোধের কারণে বন্ধ আছে দূর পাল্লা ও আভ্যন্তরীণ সড়কের সবধরনের যানবাহন। জেলা শহর ছাড়াও সবক’টি উপজেলায় বিজিবি ও ম্যাজিস্ট্রেট টহল রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গতকাল বিকেল পর্যন্ত অবরোধ চলাকালে পিকেটিং করার সময় বিএনপির ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচালু হলো বাংলাদেশের নিজস্ব কার্ড টাকা-পে
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু