ঔষধ সেবনকালে বিষপান ৩ দিন পর বৃদ্ধের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে শামশুল আলম (৭০) নামে এক বৃদ্ধ বিষপানের ৩ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। নিহত বৃদ্ধ উপজেলার শেখেরখীল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঔষধ সেবনকালে বিষপান করে ফেললে তাকে প্রথমে বাঁশখালী হাসপাতালে পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ লাশের পোস্ট মার্ডাম করেছে। এ ঘটনার ব্যাপারে কেউ থানায় যোগাযোগ করেনি।
শেখেরখীল ইউপি চেয়ারম্যান বলেন, মৃত্যুর খবর আমাকে জানালে আমি থানা পুলিশের সহযোগিতায় তাদের লাশ নিয়ে আসার জন্য বলেছি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ২২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার
পরবর্তী নিবন্ধইএফডিতে চালান কেটে পুরস্কৃত চট্টগ্রামের দুজন