অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নৈপুণ্যে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে স্বাগতিক ভারত। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেই গতকাল শনিবার খেলার জয়পরাজয় নিস্পত্তি হয়ে যায়। ভারত ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৪৪৮ রান। ২৮৬ রানের বড় ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক দল। তৃতীয় দিন ব্যাট না করেই ইনিংস ঘোষণা করে ভারত। ফলে ২৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে জাদেজার ঘূর্ণিতে ৪৬ রানেই ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। এসময় জাদেজার ৩ উইকেটে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১শর কাছাকাছি নিয়ে যান অ্যালিক আথানাজে ও জাস্টিন গ্রেভস। দলীয় ৯২ রানে আথানাজেকে(৩৮) রানে থামিয়ে জুটি ভাঙেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। কিছুক্ষণ পর গ্রেভস(২৫) সাজঘরে ফিরলে ৯৮ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। লোয়ার অর্ডারে তিন ব্যাটারের ছোট–ছোট ইনিংসের সুবাদে দেড়শর কাছাকাছি গিয়ে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জোহান লেইন ১৪, জেইডেন সিলেস ১২ বলে ২২ ও খারি পিয়েরে অপরাজিত ১৩ রান করেন। ভারতের জাদেজা ৪টি, সিরাজ ৩টি ও কুলদীপ ২টি উইকেট নেন। বল হাতে ৪ উইকেট ও প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ১০৪ রানের সুবাদে ম্যাচ সেরা হন জাদেজা।