ওয়েস্ট ইন্ডিজ গেল ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ৫ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়নি এখনো। গতকাল থেকে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরইমধ্যে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররাও গতকাল ওয়েস্ট ইন্ডিজের পথে রওয়ানা হয়েছেন। গতকাল সকাল ৮টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে মাহমুদউল্লাহদের বহনকারী বিমান। ক্যারিবীয়দের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও বাংলাদেশ খেলবে সমান ৩ ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ।

দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ডমিনিকায় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানায়। ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানায় । আর টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১০ জুলাই। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য তাসকিন আহমেদ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে গতকাল সকাল ৮টায় রওয়ানা হয়েছেন ৫ ক্রিকেটার। তারা হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং টপ অর্ডার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। ঢাকা থেকে এই ৫ ক্রিকেটারকে বহনকারী বিমান সিলেট হয়ে প্রথমে যাবে যুক্তরাজ্য। এরপর যাবে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ক্রিকেটার হিসেবে ডানহাতি পেসার তাসকিন আহমেদ রওয়ানা দিয়েছেন গত ৭টা ৪০ মিনিটে। ফিটনেস সমস্যা হওয়ার কারণে এই বহরে যুক্ত হতে পারেননি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।

বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এ মুহূর্তে আমাদের দলের ভারসাম্য খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে। ২০১৮ সালের সফরে ওয়েস্ট ইন্ডিজে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই বছরেরই শেষ দিকে বাংলাদেশে এসে ক্যারিবিয়ান আবার বদলা নিয়েছিল ২-১ ব্যবধানে জিতে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কাছে গিয়েও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি বাংলাদেশ। পরিসংখ্যান বলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সামপ্রতিক পারফরম্যান্স বেশ হাড্ডাহাড্ডি। এবারের সিরিজটাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দলের টি-টোয়েন্সাটি অধিনায়ক বলেন, ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের নিশ্চয়ই ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি। এবারও চেষ্টা করব সিরিজ জেতার।

পূর্ববর্তী নিবন্ধকাতার বিশ্বকাপে স্কোয়াড বাড়াল ফিফা
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স লিগ না জিতে পিএসজি ছাড়বেন না নেইমার