ওয়াসার পাইপ লিকেজ হয়ে অনবরত পানি অপচয় হচ্ছে। সেই পানিতে নষ্ট হচ্ছে সড়ক। আর পানি ডিঙিয়ে মসজিদে যেতে হচ্ছে মুসল্লিদের। দ্রুত গতির চলন্ত গাড়ির চাকা সেই পানি ছিটিয়ে দিয়ে নষ্ট করে দিচ্ছে মুসল্লিদের পরণের কাপড়। এমন দৃশ্য দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওতাধীন আর্টিলারি মোড়ের সামান্য পশ্চিমে ও শাপলা আবাসিক মসজিদের গলির মুখে সড়কের। আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খায়রুল বশার তসলিম জানান, দীর্ঘদিন থেকে ওয়াসার পাইপ লাইন লিকেজ হয়ে পড়েছে। এতে সড়কও নষ্ট হয়ে যাচ্ছে। তিনি দ্রুত লাইন মেরামতে ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।











