ওয়াসা মোড়ে রাস্তায় ব্যারিয়ার, যানজট

চলছে র‌্যাম্প নির্মাণের কাজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

নগরীর ওয়াসা মোড়ে রাস্তার মাঝে দেওয়া ব্যারিয়ারের কারণে যানজট হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের কাজ চলছে ওই এলাকায়। স্থানটিতে র‌্যাম্পের পিলারের পাশে বেশ কয়েকটি পাথরের ব্যারিয়ার রাখা হয়েছে। জিইসি থেকে ওয়াসা মোড়ের দিকে দুইতিন লেনে আসা গাড়িগুলো মোড়ে এসে ব্যারিয়ারের জন্য সিঙ্গেল লাইনে চলাচল করতে হয়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। মোড়ের দুটি পিলারের ব্যারিয়ারগুলো সামান্য পূর্ব দিকে সরিয়ে অন্তত দুই লেনে গাড়ি চলার সুযোগ করে দিলে ওয়াসা মোড়কে কেন্দ্র করে বাওয়া স্কুলের সামনের যানজট বহুলাংশে কমে যায় বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

অপরদিকে জিইসি র‌্যাম্পটির নির্মাণকাজ নানাভাবে ব্যাহত হচ্ছে শুরু থেকে। দীর্ঘদিন ধরে কাজ চলছে শ্লথ গতিতে। কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্যও আহবান জানানো হয়েছে।

এলিভেটেড এঙপ্রেসওয়ের নির্মাণ কাজ চলার সময় নির্মাতা প্রতিষ্ঠান ম্যাঙ নিচের রাস্তা যান চলাচল উপযোগী রাখার কথা থাকলেও তারা তা করছে না। নগরীর বিভিন্ন পয়েন্টে এঙপ্রেসওয়ের নিচের রাস্তা খানাখন্দে ভরে রয়েছে। জিইসি মোড়ের র‌্যাম্পকে ঘিরেও একই ধরনের খানাখন্দ থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ম্যানোলা হিলের পাদদেশে পাহাড় কেটে গড়ে তোলা দোকানগুলোর কারণে র‌্যাম্প নির্মাণের কাজ ব্যাহত হচ্ছে। মামলাসহ নানা জটিলতায় নির্মাণ কাজে গতি আনা সম্ভব হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধচবির শাটলে নতুন চারটি কোচ যুক্ত ও ভোগান্তি কমানোর আশ্বাস
পরবর্তী নিবন্ধমেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান বিশ্ব স্বীকৃত