নগরের ওয়াসা মোড়ে একটি চলন্ত মিনিবাসে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হননি। গত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে পড়েন যাত্রীরা। সাথে সাথে গাড়ির থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমের অপারেটর জানায়, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ইউনিট থেকে একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তবে গাড়ি যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।