নগরীতে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে ওয়াসা মোড় এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার এস আই মো. আরাফাত জানান, জমিয়তুল ফালাহ মসজিদের গেটের সামনে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে ওই ব্যক্তির কোনো পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমানও।