যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৮০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করছেন এবং সাময়িকভাবে শহরটির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নিচ্ছেন। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের রাজধানীতে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের ট্রাম্পের এই দাবিকে খুবই অস্বাভাবিক বলে অভিহিত করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে, এ পদক্ষেপ নিতে গিয়ে ট্রাম্প ওয়াশিংটন ডিসির নির্বাচিত নেতাদেরও পাশ কাটিয়েছেন, যা তার দ্বিতীয় মেয়াদের ধরনের প্রতিনিধিত্ব করে। এই মেয়াদে তিনি প্রচলিত রাজনৈতিক রীতিনীতির অবজ্ঞা করে নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করছেন যার নজির যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে তেমন একটা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিকে আইনহীনতার কথিত ঢেউ থেকে উদ্ধার করতে তার পদক্ষেপগুলোকে প্রয়োজনীয় বলে মনে করছেন। কিন্তু পরিসংখ্যান দেখাচ্ছে, ওয়াশিংটন ডিসিতে ২০২৩ সালে সহিংস অপরাধ বেড়ে যাওয়ার পর থেকে তা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, আমাদের রাজধানী শহর সহিংস অপরাধী দল ও রক্তপিপাসু অপরাধীতে ছেয়ে গেছে। এই রিপাবলিকান প্রেসিডেন্ট চলতি গ্রীষ্মে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ডেমোক্র্যাট শাসিত একটি শহরে সেনা মোতায়েন করলেন।