ওয়ার্কার্স পাটির সন্ত্রাসবিরোধী সমাবেশ

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ওয়ার্কার্স পাটি চট্টগ্রাম জেলা সমাবেশে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের নামে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। ওয়ার্কার্স পাটি গতকাল শনিবার নিউমার্কেট সংলগ্ন রাস্তায় এক সমাবেশের আয়োজন করে। সন্ত্রাসবিরোধী দিবস উপলক্ষ্যে গতকাল আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ১৯৯২ সালের ১৭ আগস্ট সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এরপর থেকে প্রতি বছর সন্ত্রাসবিরোধী দিবস পালন করে আসছে ওয়ার্কার্স পার্টি।

চট্টগ্রাম জেলা কমিটির সদস্য নাসিরুদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দিদারুল আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য মোখতার আহম্মদ, অধ্যাপক শান্ত পদ বড়ুয়া মনু, সুপায়ন বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সদস্য ইন্দ্র কুমার নাথ, মনসুর মাসুদ, কুলদীপ বড়ুয়া ছোটন, শ্রমিক নেতা ফয়েজ আহম্মেদ, যুব নেতা ডা. মোহাম্মদ মহসীন, খোকন মিয়া, সঞ্জয় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পিডিবির উদ্যোগে ১৫০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবন্যায় সাড়ে ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত : শত কোটি টাকার ক্ষতি