বেশ ভাল ফর্মে থেকেই নিউজিল্যান্ড সফরে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু প্রথম ম্যাচে তা কাজে লাগাতে পারেননি তামিম। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়ালেন । তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চাশতম ওয়ানডে হাফ সেঞ্চুরি। আর এ ফিফটির মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ হাফ সেঞ্চুরি ইনিংস খেলা ব্যাটসম্যানও হয়ে গেলেন তিনি। কিউইদের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ অর্ধশতক। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। শুরুতে লিটন দাসকে হারালেও একপ্রান্ত ধরে রাখেন তামিম। মিচেল স্যান্টনারের করা ইনিংসের ২৫তম ওভারের প্রথম বলটি অনসাইডে ঠেলে দিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তামিম। এই মাইলফলকে পৌঁছতে তামিম খেলেছেন ৮৪ বল। মেরেছেন ৬টি চার। হাফ সেঞ্চুরির পর খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এগুচ্ছিলেন নিজের শতরানের দিকে। কিন্তু শেষ পর্যন্ত রান আউট হয়ে ফিরেছেন ৭৮ রান করে।
২১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৬৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে ১৩টি । আর বাকি ৫০টি পঞ্চাশ রানের ইনিংস।