ওয়ানডে সিরিজে খেলবেন তামিম

প্রস্তুতি শুরু টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে সবচাইতে বড় জয় দিয়ে সফর শুরু করেছে বাংলাদেশ দল। দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে দারুন শুরুর পর এবার ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে টাইগারদের। এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছে টেস্ট দলের বাইরে থাকা ওয়ানডে দলের বাকি সদস্যরা। আগামী ১৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরের ম্যাচ দুটি হবে ১৮ এবং ২০ জুলাই। তিনটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজ সামনে রেখে একদিন বিশ্রাম না নিয়েই গতকাল সোমবার শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন।
ইনজুরির কারণে টেস্ট ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়ে খুব আশাবাদি টিম ম্যানেজম্যান্ট। যদিও এখনো শতভাগ ফিট নন তামিম। তারপরও ওয়ানডে সিরিজ শুরু হতে যে কয়দিন বাকি রয়েছে তার মধ্যেই শতভাগ ফিট হয়ে উঠবেন দেশের সেরা এই ব্যাটসম্যান। তামিমের অনুপস্থিতিতে দারুণ খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিন ব্যাটসম্যান। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। এদের মধ্যে প্রথম ইনিংসে নিজের ক্যারিয়ার সেরা ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। আর দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছেন সাদমান এবং শান্ত।
ওয়ানডে দলে নেই সাদমান-শান্তরা। তাই ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন কিংবা সৌম্য সরকার। তবে এই মুহুর্তে বাংলাদেশ দলের ভাবনায় তামিমের ফেরা। বাংলাদেশ দলের টিম লিডারও মনে করছেন প্রথম ওয়ানডে থেকেই খেরবেন তামিম। টেস্ট ম্যাচে না খেলায় বেশ কিছুদিন বিশ্রাম পেয়েছেন তামিম। ততে তার ইনজুরির বেশ উন্নতি হয়েছে বলে মনে করছে টিম ম্যানেজম্যান্ট। এদিকে গতরাতে বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কথা বলেছেন তামিমের সাথে। তার সবশেষ কি অবস্থা সে বিষয়ে অবহিত হওয়ার কথা বিসিবির প্রধান চিকিৎসকের। তবে সবার প্রত্যাশা তামিম খেলবেন ওয়ানডে সিরিজে। কারণ তিনি যে দলের সেরা ব্যাটসম্যান। টেস্ট ম্যাচের মত ওয়ানডে ম্যাচ গুলোতেও শতভাগ জয় তুলে নিতে চায় বাংলাদেশ দল। আর ওয়ানডে সিরিজের পর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজেও তামিম খেলবেন তেমনটি প্রত্যাশা টিম ম্যানেজম্যান্টের। টি-টোয়েন্টি সিরিজে আবার খেলবেননা মুশফিকুর রহিম। কারণ তিনি আগেই টি-টোয়েন্টি সিরিজ না খেলার কথা জানিয়ে দিয়েছেন বিসিবিকে।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে ম্যাচ সেরা ইতালির বোনুচ্চি
পরবর্তী নিবন্ধকিউবায় বিক্ষোভ মুখোমুখি অবস্থানে সরকার-জনগণ