ওয়ানডে সংস্করণ বাদ দেওয়ার পরামর্শ ওয়াসিম আকরামের

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন আর প্রাণ খুঁজে পাচ্ছেন না ওয়াসিম আকরাম। তার মতে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে এই সংস্করণে খেলেন না এখনকার ক্রিকেটাররা। খেলতে হবে বলেই এই মানসিকতা নিয়ে মাঠে নামছে তারা। তাই আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার থেকে ওয়ানডে বাদ দেওয়ার পরামর্শ দিলেন পাকিস্তানের এই বোলিং গ্রেট। ইতিহাসের সেরা ওয়ানডে বোলারদের একজন ওয়াসিম। এই সংস্করণে ৫০০ উইকেট নেওয়া দুই বোলারের একজন তিনি। বাঁহাতি এই পেসারের উইকেট সংখ্যা ৫০২টি। তার চেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের। তার উইকেট ৫৩৪টি। পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ওয়াসিম। ১৯৯২ সালের আসরের ফাইনালে ইংল্যান্ডকে ২২ রান হারানো ম্যাচে বড় অবদান ছিল তার। ব্যাট হাতে ৩৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। জিতেছিলেন ফাইনাল সেরার পুরস্কার।

দারুণ সব সাফল্য ধরা দিয়েছে যে সংস্করণে, সেই ওয়ানডে ক্রিকেটকেই এখন বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম। মূলত দর্শকের আগ্রহ কমে যাওয়া, সঙ্গে ক্রিকেটারদেরও এই সংস্করণের প্রতি নিবেদনের ঘাটতি দেখছেন তিনি। ভনি অ্যান্ড টাফার্স ক্রিকেট ক্লাব পডকাস্টে নিজের এই ভাবনার কথা বলেন সাবেক এই পেসার। তিনি বলেন আমার মনে হয় ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে ওয়ানডে ম্যাচের সময় স্টেডিয়াম দর্শকে পূর্ণ থাকে। ভারত, পাকিস্তান, বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ম্যাচে স্টেডিয়াম দর্শকে ঠাসা দেখা যায় না। শুধু তাই নয় খেলতে হবে, একারণেই খেলছে ক্রিকেটাররা।

প্রথম ১০ ওভার পর এমন অবস্থা হয় যে ঠিক আছে, এখন কেবল বল প্রতি রান করি। একটি বাউন্ডারি মারি। চারজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের মধ্যে আছে, ৪০ ওভারে ২০০-২২০ রানের সংগ্রহ গড়ি। শেষ ১০ ওভারে চড়াও হয়ে আরও ১০০ রান করে দলগুলো। গড়পড়তা মানের হয়ে দাঁড়িয়েছে ওয়ানডে ক্রিকেট। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। হুট করে তার এমন সিদ্ধান্ত অনেককে হতাশ করলেও ওয়াসিম উপলব্ধি করতে পারছেন পেছনের কারণ।

পূর্ববর্তী নিবন্ধফাইনালই বাংলাদেশের প্রথম লক্ষ্য
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ আয়োজনের কোন বার্তা পায়নি বিসিবি