আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের হালনাগাদ তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। আর বড় ধরনের উন্নতি হয়েছে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত খেলা দুই প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও র্যাসি ভ্যান ডার ডুসেন। আইসিসি প্রকাশিত ব্যাটাসম্যানদের তালিকায় প্রোটিয়াস উইকেটকিপার–ব্যাটসম্যান কুইন্টন ডি কক চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। আর তার স্বদেশী ভ্যান ডার ডুসেন বড় লাফ দিয়ে দশ ধাপ উঠে এসে প্রথম দশে ঢুকে পড়েছেন। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে শীর্ষ বিশে আছেন মুশফিকুর রহিম (১৪)। এছাড়া বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ২১তম এবং সাকিব ২৬তম স্থানে আছেন।
ওয়ানডে র্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৭। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। এক ধাপ নিচে নেমে তিনে আছেন আফগান স্পিনার মুজিব–উর–রহমান। আগের মতো পাঁচেই আছেন বাংলাদেশের মেহেদী হাসান। ছয়ে নিউজিল্যান্ডের ম্যাট হ্যানরি এবং সাতে ভারতের জসপ্রীত বুমরাহ। অষ্টম স্থানে অসি পেসার মিচেল স্টার্ক। আগের মতোই নবম স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান এবং দশে আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন।