ওয়াগ্‌গাছড়া চা বাগানে ২ দিন ধরে অবস্থান করছে বন্যহাতির দল

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় অবস্থিত ওয়াগ্‌গাছড়া চা বাগানে একদল বন্যহাতি গত ২ দিন ধরে অবস্থান করছে বলে জানা গেছে। দলে ৩০ থেকে ৩৫টি হাতি রয়েছে বলে জানা গেছে। বন্যহাতি গুলো ওয়াগ্‌গাছড়া চা বাগানের চলাচলের রাস্তায় এসে অবস্থান করছে। এই রাস্তায় চা শ্রমিক ছাড়াও উজানছড়ি পাড়ার প্রায় ৪০টি পরিবার নিয়মিত চলাচল করেন। এছাড়াও নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এই সড়ক পথে যাতায়াত করে। বর্তমানে ওই এলাকার সাধারণ জনগণ সড়ক পথে চলাচল করতে পারছে না।

ওয়াগ্‌গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী বলেন, এর আগেও এই বাগানে বন্য হাতির দল অবস্থান নিয়েছিল। তখন প্রায় তিন দিন হাতির দল এখানে বিচরণ করেছিল। তখন বন বিভাগের সহায়তায় বিভিন্ন কৌশলে হাতিগুলোকে গভীর জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছিল। কিন্তু বন্য হাতি আবার ওয়াগ্‌গাছড়া চা বাগানে এসে অবস্থান নেয়। এর ফলে চা বাগানের শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না।

ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরী বলেন, চা বাগানের পাশেই রয়েছে প্রবাহমান কর্ণফুলী নদী। হাতির দল নদীতে নেমে গোসল করে। পরে আবার চা বাগানে এসে অবস্থান নেয়। চা বাগান থেকে হাতিগুলোকে স্থায়ীভাবে সরাতে না পারলে ওয়াগ্‌গাছড়া চা বাগানে কাজ করা এবং পাতা চয়ন করা কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ফরেস্ট রেঞ্জার ওমার ফারুক স্বাধীন কলেন, লোকালয়ে বন্য হাতি অবস্থান করলে হাতিগুলোকে কৌশলে গভীর জঙ্গলে পাঠানোর জন্য আমাদের প্রশিক্ষত টিম রয়েছে। ঐ টিমের সাহায্যে এর আগেও ওয়াগ্‌গাছড়া চা বাগান থেকে বন্যহাতির দলকে গভীর জঙ্গলে পাঠানো হয়েছিল। কিন্তু হাতির দলে ২টি বাচ্চা থাকায় তাদের মা বাবাকে গভীর জঙ্গলে পাঠানো সম্ভব হয়নি। তাছাড়া ওয়াগ্‌গাছড়া চা বাগানে প্রচুর বাঁশঝাড় রয়েছে। এই বাঁশঝাড়ের পাতা বন্য হাতির প্রধান খাদ্য। মূলত খাবারের সন্ধ্যানে বন্য হাতির দল বারবার লোকালয়ে ছুটে আসছে।

তিনি বলেন, গতকাল প্রশিক্ষিত টিমের সাহায্যে বন্যহাতিগুলোকে দুপুর থেকে পুনরায় গভীর জঙ্গলে পাঠানো হয়। কিন্তু ২টি বাচ্চা হাতিসহ তাদের মা বাবা এখনো ওয়াগ্‌গাছড়া চা বাগানের একটি স্থানে অবস্থান করছে। বন্য হাতির দল আবার আসতে পারে উল্লেখ করে তিনি কৌশলে হাতিদের জঙ্গলে পাঠানোর জন্য চা শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তবে দীর্ঘ সময় এক জায়গায় অবস্থান করার পর অনেক সময় হাতির দল নিজ থেকেই অন্যত্র চলে যাবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআগে দরকার মানসিকতার সংস্কার : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধপুকুর ভরাট মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে ৫ আসামি