ওহে গৌতম

রাসু বড়ুয়া | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ওহে গৌতম! ওহে গৌতম!

অশান্ত বিশ্বে শান্তির বাণী নিয়ে

এসেছিলে তুমি দীপ জ্বালাতে।

আলোকিতবৈশাখী পূর্ণিমাতে।

কঠোর সাধনায় মুক্তির পথ দেখিয়েছ তুমি

দেবমানব ধন্য হলো ধন্য লোকভূমি।

সর্বজীবে অসীম দয়া তোমার ভাবনাতে।

ধর্মে কর্মে আছো তুমি আছো হৃদয় মাঝে

দিকে দিকে অমৃতময় শান্তির বাণী বাজে।

নতশিরে প্রণাম জানাই সকালসন্ধ্যারাতে।

ওহে গৌতম! ওহে গৌতম!

বৈশাখী পূর্ণিমাতে।

পূর্ববর্তী নিবন্ধসেই আগের মতো
পরবর্তী নিবন্ধঅপ্রকাশিত গল্প