টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ কী ভারতে পালিয়েছেন? দুদক মামলা দায়েরের পর থেকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। তবে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছে না কেউ। এর আগে গত ২৩ আগস্ট চুমকি কারণ ও তার স্বামী প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছিলেন দুদকের সহকারী পরিচালক পরিচালক রিয়াজ উদ্দিন। মামলা দায়েরের পর প্রথমে চট্টগ্রাম শহরের সদরঘাটে এক আত্মীয়ের বাসায় কিছুদিন আত্মগোপনে থাকার পর চুমকি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন বলে সন্দেহ করছেন দুদকের একাধিক কর্মকর্তা। তবে চুমকি কারণ যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য ব্যবস্থা নিতে গত ৩১ আগস্ট পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছিল দুদক। বিষয়টি নিশ্চিত করে ওই সময় দুদকের পিপি মাহমুদুল হক বলেছিলেন, প্রদীপের স্ত্রী চুমকি কারণ পলাতক রয়েছেন। তিনি হয়তো অবৈধ পথে ভারতে পালিয়েছেন।