ওষুধের দাম দিন দিন বেড়েই চলছে। ওষুধ বিক্রেতাদের ওপর তেমন কোনো নিয়ন্ত্রণ না থাকায় তারা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছে। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। দাম না জানার কারণে ফার্মেসি যা দাবি করছে, তাই দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। এটা এক ধরনের নৈরাজ্য। সব ধরনের পণ্যের গায়ে মূল্য উল্লেখ থাকলেও কোনো কোনো ওষুধের গায়ে মূল্য উল্লেখ থাকে না। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও ওষুধের গায়ে মূল্য নির্ধারণ করার ব্যাপারে কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর হয়নি। ওষুধের গায়ে মূল্য লেখা থাকলেও ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাবি করতে পারতেন না। এ ব্যাপারে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আল-আমিন আহমেদ, শিক্ষার্থী,
মৌলভীবাজার সরকারি কলেজ।