চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন ছাত্রদের এলামনাই সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ানস্ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল গত ১৩ মার্চ চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ওপিএন আসিফ ইকবালের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি এম এ সালাম, মোহাম্মদ রফিক, আমানত হুসাইন, রোসাঙ্গির বাচ্চু, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মাদ ইয়াসিন চৌধুরী, শেখ জোবায়েদ, মাসফিক আহমেদ চৌধুরী, ডাক্তার শাহেদ পারভেজ খান এবং বর্তমান সভাপতি মোহাম্মাদ ইয়াকুব, প্রথম সহ–সভাপতি ফসিউদ্দৌলা খান, দ্বিতীয় সহ সভাপতি আসিফ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ ইকরাম। আয়োজিত ইফতার মাহফিলে ১৯৬৪ সাল থেকে ২০২৪ সালের প্রাক্তন ছাত্র এবং ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে দেশের সার্বিক কল্যাণের জন্য দোয়া চাওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।