ভাঁজে ভাঁজ সবুজ পাহাড়
প্রান্তজুড়ে দুটি পাতা
একটি কুৃঁড়ির সারি সারি সমাহার।
কাঁধে ঝুঁড়ি,হাতে ছুরি
এই নিয়ে আঁকাবাঁকা সোজাসাপটা
আলপথে ওরা দলবেঁধে
ছুটে চলে নিবিষ্ট মনে-
যুগের পর যুগ
অকাতরে শ্রম ঘাম বিলিয়ে দেয়ার
জন্যই যেন ওদের জীবন।
দু’ মুঠো মোটা চালের ভাত আর শাক
একগ্লাস সরাবে ঢেঁকুর গিলে
সব দুঃখকষ্ট ভুলে সারাদিন অবোধের
মত সময় কাটে ওদের ।
কী অমানুষিক খাটুনি খাটে তারা!
কৃষক থেকে কুলি
এইটুকু শুধু সান্ত্বনা তাদের।
ওরা ‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’-
এই কৃতিত্বের মূল কারিগর।
অথচ ওদের শ্রম-ঘামের ফসলে
প্রত্যহ গরম চায়ের কাপে
চুমুকে তৃপ্তির ঢেঁকুর তুলে
যতসব ভোক্তার দল।
অথচ তাদের জীবনমান কতো তুচ্ছ!
ওরা সুরমা উপত্যকায় ন্যায্য
মজুরির দাবিতে জেগেছে আবার।
ওদের মানুষের মতো মানুষ
হওয়ার সং গ্রাম হোক দুর্বার।
এই শোষকের দল
তোমাদের শোষণের যাঁতাকল
এবার ভেঙে হোক চুরমার।
ওরা সুরমা উপত্যকায়
জেগেছে আবার।












