নাট্যমঞ্চের নতুন নাটক ‘ওরা আসবে’ এর চতুর্থ মঞ্চায়ন আজ শনিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রথম মঞ্চায়ন হয়েছিল একই মিলনায়তনে গত বছর ১৮ অক্টোবর। জাহেদুল আলম রচিত ও নির্দেশিত নাট্যমঞ্চের চতুর্থ প্রযোজনা ‘ওরা আসবে’ নাটকে মেধা পাচার, অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন, প্রজারঞ্জক শাসনকাঠামো, নগর ও গ্রামীণ জীবনসংগ্রাম চিত্রিত হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রে আছেন সুজিত দাশ বাপ্পী, সুশোভন চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, বাপ্পী হায়দার, নাসরীন হীরা, ইয়াসমিন বেগম, ধীমান দাশ, জুয়েনা আফসানা, জাহেদুল আলম, সায়েম উদ্দীন, মৈত্রী চৌধুরী, জুহায়ের আলম, সাকিফা মেহেরীন মিশকাত, আদৃতা প্রজ্ঞা, মৌমিতা বড়ুয়া, জান্নাতুল কবিতা, অন্বেষা সাহা অপি, রাবেয়া জামান এঞ্জেলা ও জেমিমা খান।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পক সুবীর মহাজন, পোশাক পরিকল্পক মুহাম্মদ শাহ্ আলম, কোরিওগ্রাফি হেমা বডুয়া, রূপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, আলোক প্রক্ষেপক জয়দ্বীপ দাশ ও বড়ুয়া সীমান্ত এবং আবহ প্রয়োগ করেছেন সপ্রতিভ দাশ। নাটকটির প্রযোজনা অধিকর্তা নাসরিন সরওয়ার মেঘলা ও ইয়াসমীন জাহান। প্রেস বিজ্ঞপ্তি।