আজ বৃষ্টি হবে ঝড়বে আকাশ
বকুল তলায় যাবো না
বসবেনাতো গল্পের আসর
চিনা বাদাম মোয়া মুড়কি কিছুই হবে না খাওয়া।
জুঁই কিংবা বকুলের মালা হাতে আসবে না
ঐ যে গৌড় বর্ণের তুলতুলে কচি মেয়েটি
ওরা ফুল তুলে, মালা গাঁথে
মানুষকে সাজায় গড়ে বিশ্বাসের ভিত।
মানুষের ভালোবাসাকে পরিপূর্ণ করে তৃপ্ত করে
সুন্দরকে আরো সুন্দর করে
কিন্তু ওরা নিয়তির কাছে মেনেছে হার
গড়েছে দুঃখের পাহাড়।
তাদেরও ভালোবাসা আছে, প্রেম আছে, সংসার আছে
অদম্য ভালোবাসায় লালিত স্বপ্ন আছে
সীমাহীন কষ্টের প্রকটতায় সে সব হারিয়ে যায়
বাসনার অতল গভীরে
অতৃপ্ত জীবনের দুঃখ বোধের যন্ত্রণা নিমিষে ভুলে
রমনার সবুজের কপোত–কপোতীর মাঝে
খুঁজে ফিরে ওরা নিজের সুখ।
কিন্তু আজ আসবে না রমনা বা বিজয় সরণির মোড়ে
বড় বড় মায়া ভরা দু’টি চোখ, ছিন্ন বস্ত্র
যেখানে দারিদ্রের নির্মম কষাঘাতে ক্ষয়িঞ্চু শরীর
আছে বিষ্ময়, আছে মানুষের অবিশ্বাস
চিকন দু’টি ঠোঁট শীতের আগমনী বাতাসে ফেটে চৌচির
এলোমেলো কালো চুলের অন্ধকারে এমনি করে
ওদের জীবনের সন্ধ্যা নামে।