ওরছে আলা হযরত ও মহা সুন্নী সম্মেলন ১৯ আগস্ট

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

ইমাম আহমদ রেযা খান (রা🙂 ১০৭ তম ওফাত বার্ষিক স্মরণে ওরছে আ’লা হযরত ও মহা সুন্নী সম্মেলন আওলাদে আলা হযরত মুফতি তৌছিফ রেজা খানের নির্দেশনায় আগামী ১৯ আগস্ট মঙ্গলবার নগরীর ৩৮নং ওয়ার্ড স্থানীয় ওমর শাহ পাড়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। জামেয়া রজভীয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ হানিফ সওদাগর রেজভীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধক থাকবেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মুহাম্মদ এরশাদ উল্লাহ।

আমন্ত্রিত অতিথি থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম পূর্বধারা পত্রিকার চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন, পূর্বধারা পত্রিকার প্রধান উপদেষ্টা সম্পাদক সেলিম রেজা শরিফ, প্রধান সম্পাদক লায়ন শাহজাহান শরীফ ও পরিচালক আক্তার শরীফ। শায়ের মুহাম্মদ সেলিম রেজা কাদেরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান মেহমান থাকবেন কাজী মইনুদ্দিন আশরাফী (মা.জি.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন শাহ আলম নিপুর মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
পরবর্তী নিবন্ধআটক সেই রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে