ওর আর আমার

দিলরুবা মাসুম (৩১,৭০৮) | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ওর আছে বিশাল বাড়ি

আছে দামি গাড়ি

যখন ইচ্ছা দিতে পারে

আমেরিকায় পাড়ি।

আমার আছে ছোটবাড়ি

এবং ফুলের গাছ

আর আছে পুকুর ভরা

ছোট ছোট মাছ।

পূর্ববর্তী নিবন্ধব্যাঙ আর পুঁটি
পরবর্তী নিবন্ধফুটুক আরো ফুটুক