ওয়েস্টার্ন মেরিনের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

৫০৬ কোটি টাকার খেলাপি ঋণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

ব্যাংক এশিয়া আগ্রাবাদ শাখার ৫০৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি ক্যাপ্টেন সোহেল হাসানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, বাদী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ক্যাপ্টেন সোহেল হাসানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারক। তিনি বলেন, ৫০৫ কোটি ৯০ লাখ ১ হাজার ৯২৪ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে ব্যাংক এশিয়া আগ্রাবাদ শাখা ২০২২ সালের ২৬ অক্টোবর অর্থঋণ মামলাটি দায়ের করেন। ক্যাপ্টেন সোহেল হাসানসহ এতে ১২ জনকে বিবাদী করা হয়।

আদালতকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, বিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে আনুমানিক ২ হাজার কোটি টাকার খেলাপি ঋণের মামলা রয়েছে। বিপরীতে বন্ধকী সম্পত্তির মূল্য অত্যন্ত নগণ্য। বিবাদীরা ইতিপূর্বে পার্লামেন্টে ঘোষিত শীর্ষ ২০ ঋণখেলাপির অন্যতম। খেলাপি ঋণের দায় স্বীকার করলেও দায় পরিশোধে এগিয়ে আসছেন না। বর্তমান পরিস্থিতিতে বিবাদীরা দেশত্যাগের পাঁয়তারা করছেন। দেশত্যাগ করতে পারলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অযোগ্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিবাদীরা ইচ্ছাকৃত ঋণখেলাপি বলেও জানান বেঞ্চ সহকারী রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান
পরবর্তী নিবন্ধফজলে করিমের জামিন নাকচ