চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় বাস ও প্রাইভেটকারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মার্চ) নগরীর ওয়াসার মোড় ওয়াসা ভবনের সামনে ফ্লাইওভারের নিজে রাস্তার উপর এ ঘটনা ঘটে।
প্রাইভেটকারটি একটি কোম্পানি গাড়ি, আর বাসটি মার্কেট ও কালুরঘাট রাস্তায় চলাচল করা ২নং সিটি বাস।
ঘটনার সময় বাস ও বাসটি জিইসির দিক থেকে মার্কেটের দিকে যাচ্ছিল, ওয়াসার মোড়ে আসা মাত্র কারের পিছন থেকে ধাক্কা দেয় বাসটি।
এক পথচারী জানান, ঘটনা সময় আমি সেখানে ছিলাম। কারকে পিছন থেকে জোরে ধাক্কা দেয় বাসটি। কারের সামনে ছিল ট্রাকও। বাসের ধাক্কা লেগে কারটি ধাক্কা খায় সামনের একটি ট্রাকের সাথে। সাথে সাথে কারটির ভিতর আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
বাস চালক বলেন, বাসের ব্রেক ফেল হয়েছিল। কোনভাবে বাসের গতিরোধ করতে পারিনি।
কার চালক বলেন, গাড়ি চলা অবস্থায় পিছন থেকে ডাক শুনছিলাম। পরে হঠাৎ কার গাড়িতে পিছন দিকে স্বজোরে ধাক্কা লাগে। আমাদের সামনে ছিল একটি ট্রাক, বাসের স্বজোরে ধাক্কায় কারের সামনের অংশ ট্রাকের পিছন দিয়ে ঢুকে যায়।












