রোজার শুরুতে পানির হাহাকার পড়েছে নগরীর উত্তর কাট্টলী এলাকায়। জানি না ওয়াসা কর্তৃপক্ষ কেন নগরীর এই অধিক জনগোষ্ঠী শাসিত এলাকা অবহেলার দৃষ্টিতে রাখেন? যেখানে অন্য ওয়ার্ডগুলিতে পানি প্রতিদিন সরবরাহের দৃষ্টান্ত রাখছেন ওয়াসা। তবে কেন এমন জন বিভ্রাট? সপ্তাহে সেশন ভিক্তিক দায়সারা গোছের যে পানি কাট্টলীবাসীর কপালে মিলে, তাতেও মরনফাঁদ! প্রেসারহীন পানির দুর্ভোগ রেশনিং অনুপাতে ‘মরা গাঙ্গে জলের ফাঁদ’– তা কর্তৃপক্ষকে বুঝাবো কেমনে? পবিত্র রমজান মাস তাকওয়া বা আত্মশুদ্ধি অর্জনের মাস। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডে বিস্মিত হচ্ছি। উত্তর কাট্টলী বাসী এই অধিকার সংরক্ষণের দাবীতে যাবে কোথায়?
সমস্ত নগরবাসীর মতো আমাদের মৌলিক চাহিদা ্পূরনে ওয়াসা কর্তৃপক্ষ এগিয়ে আসুক। পানি চাই পানি। চট্টগ্রাম ওয়াসার প্রতি সবিনয় আরজ।
সাহাদাত হোসাইন সাহেদ
উত্তর কাট্টলী,
চট্টগ্রাম।