যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটাল জুইশ মিউজিয়ামে এক অনুষ্ঠানের বাইরে গুলিবিদ্ধ হয়ে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার স্থানীয় সময় রাতের ঘটনায় জড়িত সন্দেহে এলিয়াস রড্রিগেজ নামে ৩০ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। খবর বিডিনিউজের।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নর্থওয়েস্টের থার্ড অ্যান্ড এফ স্ট্রিট এলাকায় যেখানে এক পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার খুব কাছেই ওই জুইশ মিউজিয়াম ছাড়াও এফবিআইয়ের একটি ফিল্ড অফিস ও মার্কিন অ্যাটর্নির কার্যালয় অবস্থিত।
ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পথে রাত ৯টা ৫ মিনিটের দিকে এ দু’জনকে গুলি করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। নিহতদের নাম পরিচয় জানানো হয়নি। আটক রড্রিগেজ শিকাগোর ইলিনয়ের বাসিন্দা, তিনি একাই এ ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
গুলির ঘটনার আগে তাকে মিউজিয়ামের বাইরে এদিক–ওদিক ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে ওয়াশিংটনের পুলিশপ্রধান পামেলা স্মিথের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘটনার সময় রড্রিগেজ চারজনের একটি দলের কাছে গিয়ে হ্যান্ডগান বের করেন এবং এক পর্যায়ে দুজনকে গুলি করেন।