ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সালাতু সালাম মাহফিল

| শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

হজরত খাজা বাবা ও জামিয়ে আওলিয়া কেরামের পথ পুনরুদ্ধার উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ঢাকা মহানগর শাখার উদ্যোগে গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। আল্লামা ইমাম হায়াত আওলিয়া কেরামকে আল্লাহতাআলার উদ্দেশ্যে নূরে ইলাহী প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে প্রাণপণ উৎসর্গতার প্রদীপ হিসেবে উল্লেখ করে বলেন, সর্ব বাতিল থেকে মুক্ত থেকে মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম এবং দ্বীনমিল্লাতমানবতার মুক্তি সাধনাই আওলিয়া কেরামের উত্তরাধিকার তথা ঈমানের পবিত্র কলেমার অঙ্গীকার। আল্লামা ইমাম হায়াত, দ্বীনের প্রকৃতধারা তথা আওলিয়া কেরামের নির্দেশিত পূর্ণাংগ পথের পূণরূজ্জীবন এবং মিল্লাত ও মানবতার স্বাধীনতার পূণরূদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই যুগেও হয়নি খৈয়াছড়া ঝরনা সড়কের ব্রিজ
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প