চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে–বলে আজমাতউল্লাহ ওমারজাইয়ের দারুণ পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। স্বদেশি মোহাম্মদ নাবিকে টপকে আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। দুই ধাপ এগিয়ে ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় আছেন আফগানিস্তানের অলরাউন্ডার ওমারজাই। ২৯২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন নাবি। তার চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ওমারজাই। এখানে ১২ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের স্মরণীয় জয়ের নায়কদের একজন ছিলেন ওমারজাই। ব্যাট হাতে ৩১ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলার পর হাত ঘুরিয়ে ৫৮ রানে ৫ উইকেট নেন তিনি। তার ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট সেটি। বৈশ্বিক আসরে আফগানিস্তানের প্রথম পাঁচ উইকেটের কীর্তিও। স্রেফ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচে ৪০ ছোঁয়া ইনিংস ও অন্তত চার উইকেট শিকারের কীর্তিও গড়েন তিনি। প্রথমজন কিংবদন্তি শচিন টেন্ডুলকার। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ছক্কায় ৬৩ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ওমারজাই। ম্যাচটি পরে ভেস্তে যায় বৃষ্টির কারণে, আফগানিস্তানও উঠতে পারেনি সেমি–ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলা আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন। সেমি–ফাইনালে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় ৯৮ বলে ৮৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে এক ধাপ এগিয়ে চারে আছেন ভারতের তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি। এর আগে পাকিস্তানের বিপক্ষে রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরিতে দলকে জেতান তিনি। এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লসেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ৫৬ বলে ৬৪ রান করেন তিনি। ওয়ানডেতে তার টানা পঞ্চম পঞ্চাশোর্ধ ইনিংস এটি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শীর্ষে আছেন যথারীতি ভারতীয় ওপেনার শুবমান গিল। দুইয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনে উঠেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ। চূড়ায় শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা।