এমইবি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শামসুল আলম বলেছেন– মানব জীবনের একটি আবশ্যকীয় অনুষঙ্গ শিক্ষা। একজন মানুষ প্রকৃত মানুষ হিসেবে পূর্ণমাত্রায় বিকশিত হতে শিক্ষাই অন্যতম প্রধান একটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেননা শিক্ষার মাধ্যমে অজানা সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। জ্ঞানরাজ্যে বিচরণ করাসহ অন্তর্দৃষ্টি জাগ্রত হয়। তাই জীবন পরিচালনার জন্য শিক্ষার অপরিহার্যতাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
নগরীর চান্দগাঁও থানাধীন ওয়াছিয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম উপরোক্ত মন্তব্য করেন। মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মুহাম্মদ মুফিজুর রহমানের সঞ্চালায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, ৬নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটন, ওয়াছিয়া আহমদীয়া সুন্নীয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক হাজী এয়ার মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন–মুহাম্মদ মুসা সওদাগর, আবুল বাশার, বদরুল আনম, মহিউদ্দিন মনি, মাস্টার রেজাউল করিম, মাস্টার ইসমাঈল, মাওলানা আবু তৈয়ব, আবুল হোসাইন, আব্দুল বারী, শফিউল আলম, ইকবাল হোসাইন, গোলাম মোস্তফা, মুনিরুল হাসান, হাসান ইমাম প্রমুখ।