ওয়াগনারকে সন্ত্রাসী বাহিনী ঘোষণা করছে যুক্তরাজ্য

| বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ইয়েভজেনি প্রিগোজিনের ওয়াগনার গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পার্লামেন্টে এ বিষয়ে একটি খসড়া আদেশ পেশ করা হবে। এই আদেশ পাস হলে যুক্তরাজ্যে ওয়াগনারের সদস্য হওয়া বা সমর্থন করা অবৈধ বলে বিবেচনা করা হবে। খবর বাংলানিউজের।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভারম্যান বলেন, ওয়াগনার ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক হাতিয়ার। এটি হিংস্র এবং ধ্বংসাত্মক। ইউক্রেন এবং আফ্রিকায় ওয়াগনারের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তারা সন্ত্রাসী এবং যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার আদেশটির মাধ্যমে আইনেও তা স্পষ্ট করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএকজনকে ২২ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধরাশিয়ায় অস্ত্র বিক্রি নিয়ে উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি