ওয়াগনার বিদ্রোহের পর থেকে নিখোঁজ রুশ জেনারেলকে দেখা গেল

| বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

রাশিয়ায় ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহের পর থেকে নিখোঁজ এক রুশ জেনারেলকে এই প্রথম দেখা গেছে অনলাইনে প্রকাশিত এক ছবিতে। সের্গেই সুরোভিকিন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়। প্রিগোজিন আগস্টে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। খবর বাংলানিউজের।

রাশিয়ায় এ রকম অনেক রিপোর্ট পাওয়া যাচ্ছিল যে, ওয়াগনার বিদ্রোহের সঙ্গে সম্ভাব্য সম্পর্কের বিষয়ে জেনারেল সুরোভিকিনের বিরুদ্ধে তদন্ত চলছে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার এই সাবেক অধিনায়ককে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ছবিতে এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে।

জেনারেল সের্গেই সুরোভিকিন প্রকাশ্যে এসেছেন। তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন, মস্কোতে তার বাড়িতে পরিবারের সঙ্গেই আছেন। ছবিটি তোলা হয়েছে গত সোমবার টেলিগ্রাম চ্যানেলে ছবিটি পোস্ট করে লিখেছেন রাশিয়ার একজন নাম করা গণমাধ্যম ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক।

পূর্ববর্তী নিবন্ধভারতের সঙ্গে বিরোধ পাশ কাটিয়ে চীনকে ভূমিকা রাখতে বলল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধএকজনকে ২২ বছরের কারাদণ্ড