ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

আজাদী অনলাইন | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:০৩ অপরাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এক রোগীর মৃত্যু হয়েছে যা দেশটিতে ভাইরাসটির এ ধরনে মৃত্যুর প্রথম ঘটনা।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

জনসন জানান, যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালেও ভর্তি হচ্ছে।

পশ্চিম লন্ডনে একটি টিকাদান কেন্দ্র সফরকালে সাংবাদিকদের তিনি বলেন, “দুঃখের সঙ্গেই জানাচ্ছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষজন হাসপাতালে যাচ্ছে এবং অন্তত একজন রোগীর মৃত্যু হয়েছে।”

এই সংক্রমণ থেকে বাঁচতে মানুষজনের জন্য টিকার বুস্টার ডোজ নেওয়াই সবচেয়ে ভালো উপায় উল্লেখ করে জনসন বলেন, ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত নয়।

বিশ্বে যুক্তরাজ্য সরকারই প্রথম সরকারিভাবে ওমিক্রনে একজনের মত্যুর খবর জানাল।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বর্তমানে ইংল্যান্ডের হাসপাতালে প্রায় ১০ জন রোগী ভর্তি থাকার কথা স্কাই নিউজকে জানানোর পরপরই এই ধরনে একজন রোগীর মৃত্যুর এই খবর পাওয়া গেল।

প্রধানমন্ত্রী বরিস জনসনও একদিন আগেই দেশবাসীকে ওমিক্রনের ঢেউ দেখা দেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।

পশ্চিম লন্ডন সফরে গিয়েও জনসন জানান, লন্ডনে কোভিড আক্রান্তদের ৪০ শতাংশই এখন ওমিক্রন সংক্রমিত। আর হাসপাতালেও রোগী ভর্তি বাড়ছে।

গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় যুক্তরাজ্যে। এই ধরনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

টিভিতে বিরল এক ভাষণে তিনি বলেন, “হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে আগামী কয়েক সপ্তাহে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

গতকাল রবিবার তিনি ইংল্যান্ডে প্রাপ্তবয়স্কদেরকে এ মাসের শেষ নাগাদ কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার এক নতুন লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছেন।

ওমিক্রন ঠেকাতে টিকার দুই ডোজই যথেষ্ট নয়, বিশেষজ্ঞরা আগেই এমন কথা বলায় এই ধরন ঠেকাতে বুস্টার ডোজ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলছে, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ সুরক্ষা দেয়।

যুক্তরাজ্যে গতকাল রবিবার ১,২৩৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, প্রতি দুই-তিনদিনে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে রাস্তা পার হতে গিয়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধআগুনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে পেকুয়ার ৩ পরিবার