‘ওমিক্রন’ ডেল্টার চাইতেও বেশি ভয়ানক

| শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

বৈশ্বয়িক মরণব্যাধি করোনা ভাইরাসের নতুন নতুন ভেরিয়েন্টের কারণে বিশ্ব আবারো অস্থির হয়ে উঠেছে। নতুন ভেরিয়েন্ট ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানায় প্রথম শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভেরিয়েন্টের নাম দিয়েছে ‘ওমিক্রন’। সামগ্রিক ভাবে সারা বিশ্বেই করোনার প্রকোপ কমলেও নতুন ভেরিয়েন্ট ১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এমনকি বাংলাদেশেও আফ্রিকায় বসবাসরতরা চলে এসেছে। সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশ আন্তর্জাতিক চলাচলে বিধি নিষেধ আরোপ করা শুরু করেছে। সতর্কতা হিসেবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ স্থগিত করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশেও প্রথম এ ভেরিয়েন্ট শনাক্ত হয় ভারত ফেরত একজনের দেহে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ‘ওমিক্রন’ ডেল্টার চাইতেও বেশি সংক্রমণ। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের খবর আসে ২০২০ সালের ৮ মার্চ। দীর্ঘ লক-ডাউন আর স্বাস্থ্য বিধি মেনে চলাসহ টিকাদানের মাধ্যমে এখন সংক্রমণের মাত্রা কমেছে। কিন্তু নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ ছড়াবার খবরে এখনই সচেতন না হলে মারাত্মক দুর্যোগে পড়তে হবে। কাজেই পয়েন্ট অফ এন্ট্রি বা বিদেশ থেকে বাংলাদেশে ঢোকার পথগুলোতে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা জোরদার করতে হবে। নতুন ভেরিয়েন্ট আসার পর তোড়জোড় না করে আগে ভাগেই স্বাস্থ্য বিভাগকে মাঠে নামতে হবে। সর্বসাকুল্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। টিকা গ্রহণে সবাইকে আগ্রহী করতে হবে। মাস্ক অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। তাহলেই ওমিক্রন ভাইরাস থেকে প্রাথমিকভাবে পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।

তারেক আল মুনতাছির,
শিক্ষার্থী, ওমরগণি এম.ই.এস কলেজ
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধটানেলের শেষে
পরবর্তী নিবন্ধশেফালী ঘোষ : আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী