করোনা বিধ্বস্ত বিশ্বে নতুন করে তোলপাড় ফেলে দিয়েছে ওমিক্রন। পূর্ববর্তী ডেল্টার চেয়ে কমপক্ষে ৫ গুণ বেশি সংক্রামক করোনার এই নয়া রূপে আক্রান্তের সংখ্যা বাড়ছে চক্রবৃদ্ধি হারে। একটু নিষ্কৃতির আশায় যখন চাতক বিশ্ব, তখন ইসরায়েল থেকে খবর এল সেখানে সন্ধান মিলেছে এক ‘ফ্লোরোনা’ আক্রান্তের।
‘ফ্লোরোনা’ অর্থাৎ কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার জোড়া হামলা। পরিস্থিতির গুরুত্ব আঁচ করে ইসরায়েল করোনার চতুর্থ টিকার ছাড়পত্র দিয়েছে। দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্নদের চতুর্থ টিকা দেওয়া হবে। তেল আভিভের স্থানীয় সংবাদপত্র জানাচ্ছে, চার মাস আগে এ দেশের জনসংখ্যাকে করোনার তৃতীয় টিকা (বুস্টার) দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি যে হারে ওমিক্রন সংক্রমিত বাড়ছে এবং একজন আক্রান্ত হয়েছেন ফ্লোরোনায়, তাতে দুর্বল রোগ প্রতিরোধ শক্তি যাদের, তাদের চতুর্থ টিকার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেছে সে দেশের সরকার। ইসরায়েলে অত্যন্ত দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। গত বৃহস্পতিবার ইসরায়েলে ৫ হাজার নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।-আনন্দবাজার