ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সাত প্রবাসীর মৃত্যু

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ৮:০৫ অপরাহ্ণ

ওমানের দুকুম সিদরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একই ইউনিয়নের সাতজন বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। বুধবার বিকেলে ওমানের স্থানীয় সময় আনুমানিক ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ২০ মিনিট) এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসীরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের বাসিন্দা শিপন ও সজীব চৌধুরী জানান, নিহতরা সবাই সাগরে মাছ ধরে কাজ করতেন। বুধবার দুপুরে তারা সাগর থেকে কাজ শেষে ফিরছিলেন। দুকুম সিদরা এলাকায় আসার পথে একটি বেপরোয়া গতির গাড়ির কারণে তারা এই দুর্ঘটনার শিকার হন।

তারা আরও জানান, ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর তাদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের পরিচয়
নিহত সাতজনই সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে ৬ জনের পূর্ণাঙ্গ পরিচয় জানা গেছে। তারা হলেন:

মোহাম্মদ আমিন সওদাগর (পিতা: আলী আকবার সেরাং)

আরজু (পিতা: শহীদ উল্লা)

মোহাম্মদ বাবলু (পিতা: মনু মিয়া)

সাহাব উদ্দিন (পিতা: সিদ্দিক আহমেদ)

মোহাম্মদ রকি (পিতা: ইব্রাহিম মিস্ত্রি)

জুয়েল (পিতা: জামাল উদ্দিন)

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে বিপদগ্রস্ত ২৬ জেলেকে উদ্ধার করলো বাংলাদেশ নৌবাহিনী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে ভেসে এল মৃত ইরাবতি ডলফিন