ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়া প্রবাসীর নাম নুরুল আলম। তিনি দক্ষিণ রাউজানের পাহাড়তলী ইউনিয়নের মৃত আলী বক্সের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, মারা যাওয়া প্রবাসী দীর্ঘদিন যাবত ওমানে বসবাস করছেন। গত এক মাস আগে তার শরীরে করোনা ধরা পড়ার পর সেখানে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই শাহ আলম। নুরুল আলম দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।