ওমানে এমপি সনির কী হয়েছিল, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

অনুমতি ছাড়া সভা করতে গিয়ে ওমানে গ্রেপ্তার হওয়ার পর দূতাবাসের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তাদের গ্রেপ্তার ও মুক্তির বিষয়টি তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে একটি হোটেল থেকে গ্রেপ্তারের পর বুধবার সকালে পুলিশ হেফাজত থেকে ছাড়া পান সংসদ সদস্য এবং ওমান প্রবাসীরা। খবর বিডিনিউজের।

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে ওই সভায় অংশ নিতে যাওয়া কয়েকজন প্রবাসীও বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন বলে জানান মুখপাত্র। ‘প্রথমে ১৭ জনের মধ্যে ওমানে যারা প্রবাসী বাংলাদেশি আছে, তারা মুক্তি পেয়েছেন। পরে, আপনি যেটা বললেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে যে কয়জন ছিলেন, তাদেরকেও আজকে মুক্ত করা হয়। এখন কেউ পুলিশ কাস্টডিতে নেই।’

ব্যক্তিগত সফরে মঙ্গলবার সন্ধ্যায় ওমানের রাজধানী মাসকাটে পৌঁছান সংসদ সদস্য সনি। ওই রাতেই মাসকাটের রুয়িতে হোটেল হাফা হাউসে তার জন্য সংবর্ধনার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে যাওয়া কয়েকজন প্রবাসীও সেই অনুষ্ঠানে যোগ দেন বলে ওমানে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন। সংসদ সদস্য কতক্ষণ পুলিশ হেফাজতে ছিলেন, এমন প্রশ্নে সেহেলী সাবরীন বলেন, ‘সময়ের ব্যাপারে আমার কাছে সঠিক তথ্য নাই। তবে অনুষ্ঠানটি হয়েছিল, রাত ১০টার দিকে উনাকে ধরা হয়। পরদিন সকাল বেলা উনাদেরকে দূতাবাসের হস্তক্ষেপে মুক্ত করা হয়।

তাদেরকে ছাড়ানোর প্রক্রিয়া তুলে ধরে মুখপাত্র বলেন, ‘যে মুহূর্তে আমরা এই ঘটনাটা জানতে পেরেছি, বিষয়টি জানার পরে ওমানস্থ আমাদের বাংলাদেশ দূতাবাস তারা এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে মাননীয় সংসদ সদস্যকে রিলিজ করেন এবং দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য মতে সর্বমোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এবং মাননীয় সংসদ সদস্যসহ ১৭ জনকেই, যারা গ্রেপ্তার হয়েছেন, তারা সবাই এখন রিলিজড আছেন।’

দূতাবাস থেকে মুচলেকা দেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নে মুখপাত্র বলেন, দূতাবাসের ক্ষেত্রে যেটা হয়, সবকিছুরই একটা অফিসিয়াল প্রসিডিউর আছে, সুতরাং দূতাবাস যেহেতু হস্তক্ষেপ করেছে, দূতাবাসের একটা আন্ডারটেকিং বা হস্তক্ষেপের মাধ্যমেইতো তাকে পুলিশ কাস্টডি থেকে মুক্ত করা হয়েছে। গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করে সেহেলী সাবরীন বলেন, ওমানে অনুমতি ছাড়া এ ধরনের সভা করার ক্ষেত্রে নিষেধ আছে। আমরা যেটা জেনেছি, প্রবাসী বাংলাদেশিরা যারা এই সভাটির আয়োজন করেছিলেন, তাদের ক্ষেত্রে এই অনুমতিটা নেওয়া হয়নি। যে কোনো জায়গায় করার জন্য ওমান সরকারের পারমিশন নিতে হয়, উনারা পারমিশনটা নেননি দেখে সেখানে সংখ্যাও অনেক বেশি ছিল, একটি হোটেলে করা হয়েছিল। সেজন্য পুলিশি তৎপরতাটা হয়।

ওমানের ঘটনা নিয়ে কথা বলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে হোয়াটঅ্যাপে যোগাযোগ করা হলে সাড়া দেননি এই সংসদ সদস্য। তবে কয়েকটি সংবাদমাধ্যম লিখেছে, সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করেননি সনি।

পূর্ববর্তী নিবন্ধফেরিতে উঠার সময় ট্রাকের নিচে চাপা পড়ল মোটর সাইকেল
পরবর্তী নিবন্ধদাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না : ফখরুল