চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী পিংক সিটির কাছে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার উপর গিয়ে পড়লে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই নারী সহ তিনজন।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এই দুঘর্টনা ঘটে।
হতাহতদের স্বজনরা জানিয়েছে, হতাহতরা সকলেই রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস জিলানী পাড়ার বাসিন্দা। তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় একজন গর্ভবতী নারীকে নিয়ে নোয়াপাড়ার পাইওনিয়ার হাসপাতালে আসছিলেন।
অটোরিকশাটি রাউজানের পাহাড়তলী পিংক সিটির কাছে আসলে কাপ্তাইমুখী মাছ পরিবহনের একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটির উপর গিয়ে পড়লে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এই ঘটনায় গাড়িতে থাকা সাজেদা বেগম(৫৫) নামের এক নারী ঘটনাস্থলে মারা যান। আহত হন এই গাড়িতে থাকা জালাল আহমদের স্ত্রী জুলেখা আকতার, নজরুল ইসলামের স্ত্রী জিকু আকতার ও মৃত আহমদ মিয়ার পুত্র মোহাম্মদ আজগর।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের মেম্বার বাসু ঘোষ জানিয়েছেন দুঘর্টনার পর তিনি সহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাইওনিয়ার হাসপাতালে নিয়ে আসেন। তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা ধাওয়া করে আটক করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনা নিশ্চিত করে বলেন, “ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।”