ওবায়দুল কাদেরকেও হুঁশিয়ার করলেন ভাই কাদের মির্জা

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর বসুরহাটের মেয়র নির্বাচনের প্রচারে নেমে নানা কথার মাধ্যমে আলোচনায় উঠে আসা আবদুল কাদের মির্জা এবার তার ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরকেও হুঁশিয়ার করলেন। গতকাল রোববার সকালে এক নির্বাচনী পথসভায় তিনি বড় ভাইকে উদ্দেশ্য করে বলেছেন, সংসদ নির্বাচনে জিততে হলে তাকে লাগবে।
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা এবার নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী। ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জ আসনেরই সংসদ সদস্য। কাদের মির্জার অভিযোগ, এবার নির্বাচনে জেলা আওয়ামী লীগের একটি অংশ তার বিরোধিতা করছে এবং ওবায়দুল কাদেরের স্ত্রীও সেই দলে রয়েছেন। খবর বিডিনিউজের।
গতকাল ৯ নম্বর ওয়ার্ডে পথসভায় তিনি বলেন, তার (ওবায়দুল কাদের) ওপরও আমার ক্ষোভ আছে। এখানে জিততে হলে তার আমাদের লাগবে। সামনে জিততে হলে উনাকেও সতর্ক হতে হবে। এত সহজ নয়, কঠিন ব্যাপার। বউ-টউ (স্ত্রী) সামলাতে হবে। আর উনার সঙ্গে যারা হাঁটেন, তারা কার থেকে মাসোহারা পান, তার খোঁজখবর নিতে হবে।
সমপ্রতি আরেক পথসভায় কাদের মির্জা সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হলে নোয়াখালীতে আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্যও হারবেন। তার ওই বক্তব্যকে জাতীয় নির্বাচনে কারচুপির উদাহরণ হিসেবে বিএনপি নেতারা তুলে ধরলে ওবায়দুল কাদের ভাইকে হুঁশিয়ার করে বলেছিলেন, দলের শৃক্সখলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
কাদের মির্জা বলেন, শুনেন, ওবায়দুল কাদের আমার লগে নাই। কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সাথে নাই। নোয়াখালী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র পাঠাইছে। ফেনীর আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র পাঠাইছে। কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ আমার সাথে নাই।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচন আমাদের জন্য অগ্নিপরীক্ষা
পরবর্তী নিবন্ধকূটনীতির লড়াইয়ে যেসব দেশ