বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গুলিতে পথচারী হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসেবে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুর জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদালতের বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ–পরিদর্শক মো. হানিফ তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এছাড়া হিরুর জামিন আবেদনও করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক হিরুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বাড্ডা থানার মামলায় বুধবার রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ। খবর বিডিনিউজের।
মামলার অভিযোগে বলা হয়, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ১৯ জুলাই রাজধানীর বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ৪৩ বছর বয়সী পথচারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া। এ ঘটনায় গত ২১ আগস্টে নিহতের স্ত্রী ইসমত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের নামে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। ওই মামলারই আসামিদের একজন হিরু।