ওপেন হাউজ ডে’তে পাওয়া তথ্যে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২,৭১৫ ইয়াবা উদ্ধার

আজাদী প্রতিবেদন  | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

সিএমপি কমিশনারের কাছে নগরবাসীর দেয়া তথ্যে বাকলিয়া থেকে ২ হাজার ৭১৫ পিস ইয়াাবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. মনির হোসেন প্রকাশ ক্যারমান ও মো. শাকিল আহমেদ। গতকাল সকালে বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার আব্দুল করিম রোড ও শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওপেন হাউজ ডে’র সুফল পাচ্ছে নগরবাসী উল্লেখ করে বাকলিয়া থানার ওসি ইকতিয়ার উদ্দিন আজাদীকে বলেন, নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার জন্য সিএমপি কমিশনারের কার্যালয়ে প্রতি মঙ্গলবার বিকাল ৩টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত ওপেন হাউজ ডে’তে উপস্থিত জনগণ অভিযোগের পাশাপাশি মাদকসহ বিভিন্ন বিষয়ে কমিশনারের কাছে তথ্য উপস্থাপন করেন। সেখানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিএমপি কমিশনারের দিকনির্দেশনায় আমরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেছি।

অভিযানে মোট ২ হাজার ৭১৫ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তক্তারপুল এলাকার আব্দুল করিম রোড ও শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি ইকতিয়ার উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া কলেজের সাবেক ভিপির ওপর হামলা
পরবর্তী নিবন্ধনতুন ৪০ হাজার রোহিঙ্গার আগমনে গভীর উদ্বেগ ঢাকার