ওপিএর বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ানস্‌ এসোসিয়েশনের (ওপিএ) ৩৪তম বার্ষিক সাধারণ সভা সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল প্রাঙ্গনে গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রধান আহবায়ক স্কুলের প্রধান শিক্ষক ও

ওপিএ প্যাট্রন ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসির পরিচালনায় ২০২৪ সালের এঙিকিউটিভ কমিটির ভোট গ্রহণ করা হয়। ভোট শেষে নতুন কমিটি গঠন করা হয়।

প্যাট্রনব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি, সভাপতিওপিএন ডাঃ এ এ এম সাহেদ পারভেজ খান, সহসভাপতি সৈয়দ মিরাজুল হক (মিসকাত), সাধারণ সম্পাদক ওপিএন মোঃ তানভীর তাওসীব তাসকিন, ট্রেজারার ওপিএন আসিফ ইকবাল জনি, ১ম যুগ্ম সম্পাদক ওপিএন রায়হান মোর্শেদ, ২য় যুগ্ম সম্পাদক ওপিএন অলিভার বি. গোমেজ, সদস্য ওপিএন মোঃ মোসাদ্দেক আহমেদ শরীফ, সদস্য ওপিএন মোঃ হাফিজুর রহমান, সদস্য ওপিএন মোঃ ইমরান মিয়া চৌধুরী, সদস্য ওপিএন সজল কান্তি চৌধুরী, সদস্য ওপিএন কামরুদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য ওপিএন সামশুদ্দিন আহমেদ সিদ্দীক, সদস্য ওপিএন মোঃ ইয়াকুব, সদস্য ওপিএন মোহাম্মদ আনিছ উল্লাহ, সদস্য ওপিএন এ এস এম মামুনুর রহমান (মামুন), সদস্য ওপিএন মোসলেহ উদ্দিন আহমেদ নির্বাচিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চৌধুরীহাট শাখার সভা
পরবর্তী নিবন্ধপূর্ব ষোলশহর ওয়ার্ডে আঁছি শাহ’র বার্ষিক ওরশ সম্পন্ন